1. live@www.banglaralotv24.com : Banglar Alo TV 24 : Banglar Alo TV 24
  2. info@www.banglaralotv24.com : Banglar Alo TV 24 :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

পিরোজপুরে জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে কর্মীদের সাথে মত বিনিময় সভায়;

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি ১৯৮২ সালে উত্থাপন করা হয়েছিল জামায়াতের পক্ষ থেকে, ৯ বছর পরে হলেও এ দেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পেরেছিল। তেমনি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের যে দাবি জামায়াত ইসলামের থেকে করা হয়েছে একটু পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারবে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০ টায় পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামাতের কার্যালয়ে কর্মীদের সাথে মতবিনিময় সভা ও শহরে জনসংযোগ এবং ভাড়ানিখাল খনন কাজ পরিদর্শনকালে একথা বলেন পিরোজপুর-১ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তিনি আরো বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত, মনোনয়ন বাণিজ্য বন্ধ, টাকার অপব্যবহার এবং নির্বাচনকে ঘিরে যে দুর্নীতি গুলো হয় পিআর পদ্ধতির মাধ্যমেই রোদ করা সম্ভব। আশা করি বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দল ও দেশের জনগণ তা বুঝতে পারবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর ইছহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ ও ৫ নং ওঔয়ার্ড আমীর মোদাচ্ছের হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!