1. live@www.banglaralotv24.com : Banglar Alo TV 24 : Banglar Alo TV 24
  2. info@www.banglaralotv24.com : Banglar Alo TV 24 :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকারের উন্মুক্ত গণ প্রদর্শনী অনুষ্ঠিত;

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

 

‎পিরোজপুর প্রতিনিধি :

‎২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান।পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে গত ০৬ অক্টোবর তারেক রহমানের দেয়া বিবিসি সাক্ষাৎকারের উন্মুক্ত গণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পিরোজপুর সদর উপজেলা গেটের সামনে উন্মুক্ত স্থানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি,জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ,সিঃযুগ্ম আহবায়ক নাদিম শেখ,যুগ্ম আহবায়ক আসিব জামাল খান,যুগ্ম আহবায়ক এম এ মাসুদ হাওলাদার,যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সজল,যুগ্ম আহবায়ক আজিজুল হক নবীন,যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম রনি,যুগ্ম আহবায়ক মোঃএমাদুল খান,আহবায়ক কমিটির সদস্য মোঃ মোফাজ্জেল শেখ,মোঃ শামীম গাজী,সদর উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক রিয়াজ মাতুব্বর,সদস্য সচিব সাইদুল ইসলাম,সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সিঃযুগ্ম আহবায়ক রিয়াজ রায়হান,পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক নাদিম মল্লিক,পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহসান দরানী,যুগ্ম আহবায়ক মোঃ মিরাজ হোসাইন,যুগ্ম আহবায়ক মাহামুদ হাসান বাপ্পি,যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম,যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম,যুগ্ম আহবায়ক শেখ মতিন,পৌর সেচ্ছাসেবকদলের ১ নং সদস্য খায়রুল ইসলাম,সদস্য জুয়েল মোল্লা। এসময়,জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাভুক্ত সকল ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ‎এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি বলেন দীর্ঘ ১৭ বছর পরে কোন গণমাধ্যমে আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাক্ষাৎকার দিয়েছেন, এই সাক্ষাৎকারে বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামসহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন কথা তিনি তুলে ধরেছেন, তার সেই সাক্ষাৎকার সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে আমরা এই আয়োজন করেছি,আজ থেকে লাগাতার আমাদের এই কার্যক্রম সারা জেলাব্যাপী প্রত্যেকটি উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড ইউনিটে প্রজেক্টরের মাধ্যমে সাধারণ জনগণদের দেখানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!