1. live@www.banglaralotv24.com : Banglar Alo TV 24 : Banglar Alo TV 24
  2. info@www.banglaralotv24.com : Banglar Alo TV 24 :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

রামু প্রেস ক্লাবের আয়োজনে ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলামের বিদায় সংবর্ধনা;

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

রামু প্রতিনিধি:

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাশেদুল ইসলাম রাজউকের উপ-পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাঁর সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রামু প্রেস ক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে সম্মাননা ক্রেস্ট প্রদান, সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মুনাজাত করা হয়। রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “রামুতে দায়িত্ব পালন আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষ, প্রশাসন ও সাংবাদিক সমাজের সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। রামুর উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পেরে আমি গর্বিত। নতুন কর্মস্থলেও রামুর মানুষের ভালোবাসা বুকে ধারণ করে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।”সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, সহ-সভাপতি খালেদ হোসাইন টাপু, যুগ্ম সম্পাদক আল মাহমুদ ভুট্টো, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য আবু বকর ছিদ্দিক, সদস্য নুরুল হক সিকদার, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল মালেক সিকদার, এ এইচ এম জয়নাল আবেদীন, জাবেদ আনোয়ার, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শাহজাহান, কায়েদ আলম কায়সার প্রমুখ। রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে ইউএনওর কর্মনিষ্ঠা, সৎ প্রশাসনিক ভূমিকা ও মানবিক ব্যবহারের প্রশংসা করে বলেন, “রামুর উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংবাদিক সমাজের প্রতি তাঁর সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল প্রশংসনীয়।”অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!